পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহে আধুনিক ব্যবস্থাপনায় দ্রুত এগিয়ে
চলছে লন্ডন আবাসন প্রকল্পের উন্নয়ন কাজ ।
রামপুরা জাতীয় টেলিভিশন ভবন থেকে পূর্বদিকে মাত্র ১৫ মিনিটের দূ্রত্ব, রামপুরা পুর্বাচল রাস্তার পাশে এবং জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে (দক্ষিণ-পর্বে) অনতিদূরে এ প্রকল্পটি অবস্থিত । দেশী কিংবা প্রবাসী গ্রাহকদের মল্যবান প্লটটি রক্ষণাবেক্ষন ও পরিচর্যার জন্য কোম্পানির পক্ষ থেকে রয়েছে সার্বক্ষণিক সেবা ও পরিচর্যার ব্যবস্থা ।
প্রকল্পের উওর সীমানায় ণ্ডলশানের পূর্বে-দক্ষিণাংশে অবস্থিত এমপি রহমত উল্লাহ কলেজ এবং পশ্চিমে আফতাব নগর ও রামপুরা বনশ্রী প্রকল্প, মাঝখানে বহমান বালু নদীর উপর নির্মিত কায়েতপাড়া বাজার ব্রীজ প্রকল্পের সঙ্গে যোগাযোগকে করেছে আরও সহজতর ।
মতিঝিল থেকে অনতিদূরে লন্ডন আবাসন প্রকল্প সব শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত পছন্দের । মতিঝিলের কাছাকাছি জমির মল্য বেশী হওয়ায় তা সাধারন মানুষের ক্রয় সীমার মধ্যে নেই, আর থাকলে জমি পাওয়া যাচ্ছে না । এ অবস্থায় সবার প্রয়োজন বিবেচনা করে লন্ডন আবাসন প্রকল্পের এখনই বরাদ্দ দেওয়া সম্ভব-এমন সীমিত সংখ্যক প্লট বরাদ্দ দিচ্ছে ।
প্লটের আকার ২.৫ কাঠা, ৩ কাঠা এবং ৫ কাঠা ।