লন্ডন গ্রীণ টাওয়ার প্রকল্পটি ঢাকা মহানগরীর অভিজাত এলাকা গুলশানে মার্কিন দূতাবাসের কাছে প্রগতি সরিণর পাশে একটি অত্যাধুনিক শপিং কমপ্লেক্স কাম এ্যাপার্টমেণ্ট ভবন । আধুনিক স্থাপত্যশৈলী সমৃদ্ধ, ভুমিকম্প প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ১৭ তলা বিশিষ্ট এই আধুনিক প্রকল্পটির গ্রাউন্ড ফ্লোর, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্স । চতুর্থ ও পঞ্চম তলা এক্সিকিউটিভ অফিস স্পেস-এর জন্য সংরক্ষিত । উপরের দশটি বিভিন্ন আকারের ৬টি করে মোট ৬০টি আধুনিক মানের ফ্ল্যাট আছে । আন্ডার গ্রাউন্ডে ২টি ফ্লোর ( ডাবল বেইজমেণ্ট ) আধুনিক কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে ।
প্রকল্পে আছে ৪টি লিফট্ ও ৪টি সিঁড়ি, স্ট্যান্ডবাই ওয়াটার পাম্প, বৈদ্যুতিক সাব-স্টেশন ও অগ্নি নির্বাপনের সর্বাধুনিক ব্যবস্থা । এছাড়া থাকছে মাস্টার বেড ও ড্রইং রুমে ডিশ এণ্টিনা ও টেলিফোন ক্যাবল সংযোগের ব্যবস্থা, রিসেপশন এরিয়া ও ইণ্টারকম সংযোগসহ রিসিপশন দেস্ক, কার পার্কিং,সিঁড়ি লিফট্ ও লবিসহ সমস্ত কমন স্পেসে সার্বক্ষণিক বৈদ্যুং সরবরাহের ব্যবস্থা,২৪ ঘণ্টা নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা, প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী, নামাজের স্থান ও আধুনিক ব্যবস্থা ।
বরাদ্দের নীতিমালা:
নির্ধারিত আবেদন পত্র পূরণ করে ১ (এক লক্ষ ) টাকা অথবা আলোচনা সাপেক্ষে বুকিং মানিসহ প্লট/এ্যাপার্টমেণ্ট/শপিং কমপ্লেক্স/অফিস স্পাচে-এর জন্য আবেদন করতে হবে ।
কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে, বুকিং মানি পরিশোধের ৭ (সাত) দিনের মধ্যে বায়না দলিল সম্পাদন করে প্রদান করা হবে ।
এককালীন মূল্য পরিশোধে কোম্পানি ৭(সাত) সপ্তাহের মধ্যে সাব-কাবলা দলিল সম্পাদন করবে ।
এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা পাওয়ার পর এবং কিস্তির ক্ষেত্রে ডাউন পেমেন্ট পাওয়ার পর সম্মানিত আবেদনকারীর সঙ্গে কোম্পানির চুক্তিনামা সম্পাদন এবং নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে ।
সকল পেমেন্ট লন্ডন হাউজিং লিঃ-এর অনুকূলে (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/চেক) অথবা মানি রিসিপট-এর বিপরীতে ক্যাশ প্রদান করতে হবে ।
প্রবাসীগণ সমপরিমাণ বৈদেশিক মুদ্রায় টিটি বা ব্যাংক ড্রাফটে্র মাধ্যমে অথবা সরাসরি কোম্পানির একাউন্টে মূল্য পরিশোধ করতে পারবেন ।
রেজিস্ট্রেশন ফি, ট্রান্সফার,স্ট্যাম্প ডিউটি, গেইন ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য খরচাদি সম্মানিত ক্রেতা বহন করবেন ।
প্রকল্পের নিরাপত্তামূ্লক প্রশাসনিক কার্যক্রমের জন্য প্লট/এ্যাপার্টমেণ্ট মালিকদের সমণ্বয়ে ‘ওয়েল ফেয়ার সোসাইটি’ গঠিত হবে । সকল মালিকগন উক্ত সোসাইটির সদস্য হবেন ।
অভ্যন্তরীণ গ্যাস, পানি বৈদ্যুৎ ও স্যুয়ারেজ সংযোগসহ অন্যান্য খরচের টাকা প্রত্যেক সম্মানিত ক্রেতা অংশ হারে এককালীন শেষ কিস্তির সাথে প্রদান করবেন ।
***কোম্পানীর প্রয়োজনে কোম্পানী ইচ্ছে করলে যে কোন আবেদন পত্র গ্রহন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে । এ ছাড়া প্রকল্পের উন্নয়নের জন্য প্রয়োজনে যে কোন পরিবর্তন /পরিবর্ধন কোম্পানি করতে পারবে ।
প্রকল্পে আছে ৪টি লিফট্ ও ৪টি সিঁড়ি, স্ট্যান্ডবাই ওয়াটার পাম্প, বৈদ্যুতিক সাব-স্টেশন ও অগ্নি নির্বাপনের সর্বাধুনিক ব্যবস্থা । এছাড়া থাকছে মাস্টার বেড ও ড্রইং রুমে ডিশ এণ্টিনা ও টেলিফোন ক্যাবল সংযোগের ব্যবস্থা, রিসেপশন এরিয়া ও ইণ্টারকম সংযোগসহ রিসিপশন দেস্ক, কার পার্কিং,সিঁড়ি লিফট্ ও লবিসহ সমস্ত কমন স্পেসে সার্বক্ষণিক বৈদ্যুং সরবরাহের ব্যবস্থা,২৪ ঘণ্টা নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা, প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী, নামাজের স্থান ও আধুনিক ব্যবস্থা ।