শহরের অনতীদূ্রে কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে নিস্কণ্টক একখণ্ডক জমি – একটি শান্তির নীড় আপনার প্রানাধীক উওরসূ্রীর জন্য রেখে গিয়েছেন কী ?
ঢাকা মহানগরীর অভিজাত এলাকা গুলশানের দক্ষিণ-পূর্বাংশে বাড্ডা সংলগ্ন হারাদিয়া মৌজায় সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্য মণ্ডিত এলাকায় LONDON GREEN PARK আবাসন প্রকাল্পটি অবাস্থিত । এই প্রকল্পটি ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল – রামপুরা – জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর সড়ক অর্থাৎ প্রগতি স্মরনী হতে সরাসরি পর্বাঞ্চল প্রকল্পের সংযোগ সড়কের মাধ্যমে মাত্র ১৫ মিনিটে মতিঝিলে পৌঁছানো যাবে । অন্যদিকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর মাত্র ১০ মিনিটের দূরত্বে । এই প্রকল্পটির উওর-পূর্বে বহমান বালু নদী চলেগেছে শীতলক্ষ্যায় । LONDON GREEN-PARK এর দক্ষিণে অবস্থিত আফতাব নগর এবং বনশ্রী প্রকল্প ।
দেশের প্রখ্যাত পরিকল্পনাবিদদের দ্বারা সু-পরিকল্পিতভাবে এই অত্যাধুনিক প্রকল্পের লে-আউট প্রণয়ন করা হয়েছে । ৬০’ থেকে ৩০’ প্রশস্থ একাধিক এভ্যানিউ সড়ক সহ অভ্যন্তরীন ২০’ থেকে ৩০’ রাস্তা বিদ্যমান । তাছাড়া মাঝখানে একটি ক্যানেল বা লেক প্রকল্পটির প্রাকৃতিক পরিবেশকে আরও সৌন্দয্য মণ্ডিত কিংবা অধিক মনোরম করেছে । যুক্তরজ্যের অর্থায়নে প্রকল্পের থকবে মসজিদ, খেলার মাঠ, ইংলিশ মিডিয়াম স্কুল, একটি দাতব্য চিকিৎসালয় ও বিপনি সেন্টার । প্রধান বৈদ্যুৎ লাইন, গ্যাস ও পানির লাইন সংযুক্ত করা হবে কোম্পানির খরচে ।
কোম্পানির ব্যাপক সাফল্যের সাথে সাথে আল্লাহপাকের অসীম রহমতে লন্ডন হাউজিং লিঃ-এর আর এক বিস্ময় এবং বর্তমান শতকের সমৃদ্ধ আবাসিক প্রকল্প লন্ডন গ্রীন পার্ক । স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনায় দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম।
লন্ডন গ্রীনপার্কে- আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্লট বরাদ্দ চলছে । প্লটের আকার -২.৫ কাঠা, ৩ কাঠা এবং ৫ কাঠা ।
বরাদ্দের নীতিমালা:
"আগে আসলে আগে পাবেন" ভিত্তিতে বরাদ্দ চলছে।
নির্ধারিত আবেদন পত্র পূরণ করে ১ (এক লক্ষ ) টাকা অথবা আলোচনা সাপেক্ষে বুকিং মানিসহ প্লট/এ্যাপার্টমেণ্ট/শপিং কমপ্লেক্স/অফিস স্পাচে-এর জন্য আবেদন করতে হবে ।
কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রে, বুকিং মানি পরিশোধের ৭ (সাত) দিনের মধ্যে বায়না দলিল সম্পাদন করে প্রদান করা হবে ।
এককালীন মূল্য পরিশোধে কোম্পানি ৭(সাত) সপ্তাহের মধ্যে সাব-কাবলা দলিল সম্পাদন করবে ।
এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা পাওয়ার পর এবং কিস্তির ক্ষেত্রে ডাউন পেমেন্ট পাওয়ার পর সম্মানিত আবেদনকারীর সঙ্গে কোম্পানির চুক্তিনামা সম্পাদন এবং নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে ।
সকল পেমেন্ট লন্ডন হাউজিং লিঃ-এর অনুকূলে (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/চেক) অথবা মানি রিসিপট-এর বিপরীতে ক্যাশ প্রদান করতে হবে ।
প্রবাসীগণ সমপরিমাণ বৈদেশিক মুদ্রায় টিটি বা ব্যাংক ড্রাফটে্র মাধ্যমে অথবা সরাসরি কোম্পানির একাউন্টে মূল্য পরিশোধ করতে পারবেন ।
রেজিস্ট্রেশন ফি, ট্রান্সফার,স্ট্যাম্প ডিউটি, গেইন ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য খরচাদি সম্মানিত ক্রেতা বহন করবেন ।
প্রকল্পের নিরাপত্তামূ্লক প্রশাসনিক কার্যক্রমের জন্য প্লট/এ্যাপার্টমেণ্ট মালিকদের সমণ্বয়ে ‘ওয়েল ফেয়ার সোসাইটি’ গঠিত হবে । সকল মালিকগন উক্ত সোসাইটির সদস্য হবেন ।
অভ্যন্তরীণ গ্যাস, পানি বৈদ্যুৎ ও স্যুয়ারেজ সংযোগসহ অন্যান্য খরচের টাকা প্রত্যেক সম্মানিত ক্রেতা অংশ হারে এককালীন শেষ কিস্তির সাথে প্রদান করবেন ।
***কোম্পানীর প্রয়োজনে কোম্পানী ইচ্ছে করলে যে কোন আবেদন পত্র গ্রহন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে । এ ছাড়া প্রকল্পের উন্নয়নের জন্য প্রয়োজনে যে কোন পরিবর্তন /পরিবর্ধন কোম্পানি করতে পারবে ।